ছোট্ট বোন আমার

নিগার সুলতানা | বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৮:৪৮ পূর্বাহ্ণ

ছোট্ট বোন আমার
তুমি একবার ফিরে এসো
আমি তোমাকে একটা হিমেল হাওয়ার
সকাল উপহার দিব।
তুমি একবার ফিরে এসো
আমি সবুজ ঘাষের বুকে জমে থাকা
সমস্ত শিশির হাতের মুঠোয় করে এনে
তোমার পা ধুয়ে দিব।
ছোট্ট বোন আমার
তুমি একবার ফিরে এসো,
তোমায় আমি শরষে ফুলের ক্ষেতে
প্রজাপ্রতি আর ভ্রোমরের
খেলা দেখাতে নিয়ে যাবো।
তুমি একবার ফিরে এসো,
তোমায় আমি চলনবিলের
গুমানি নদীতে সাঁতার কাটতে নিয়ে যাবো।
ছোট্ট বোন আমার
তুমি একবার ফিরে এসো,
আমি জানি
তুমি একটা ছোট্ট সাজানো সংসার চেয়েছিলে,
আমি দিব্যি দিয়ে বলছি
বিধাতার কাছে দাস খত দিয়ে চেয়ে নিব
তোমার জন্য থরে থরে সাজানো
একটি সংসার।
ছোট্ট বোন আমার
তুমি একবার ফিরে এসো
আমার কাছে, আমার বুকে।
ভালোবাসার চাদর বিছিয়ে
ঘুম পাড়ানি গান শুনিয়ে তোমায় আমি
ঘুম পাড়াবো বড়ই যতনে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীর শাকপুরা সরৎ সেন সড়ক যান চলাচলের উপযোগী করা হোক
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ কার্যেই সফলতার চাবিকাঠি নিহিত