ছোট্ট একটা মা আছে আর
চাই না কিছু চাই না আমার।
এমন মায়ের শাসন ছেড়ে
চাই না যেতে স্বর্গেও রে!
মাকে ভালোবাসি বড়
যতই তুমি আঘাত কর।
ও মামণি তুই যে আমার
গলার মালা হিরেরই হার।
তোকে ছাড়া যায় কি ভাবা
তোরই ডাকে আমি বাবা।
তুই যে আমার প্রাণেরই মা
রাদিয়া আফরীন নাশরাহ্।