ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ বাংলার সমৃদ্ধির চিফ ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুকের মা খায়েরুন্নেসা তার ছেলেসহ জাহাজের সকল নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে নগরীর বারিক বিল্ডিং এলাকায় বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের আবেগতাড়িত কণ্ঠে এই মা এই আকুতি জানান।
বাংলার সমৃদ্ধির চিফ ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুকের মা খায়েরুন্নেসা বলেন, ইউক্রেনে জাহাজে রকেট হামলার পর জাহাজের সকল নাবিকদের সেখান থেকে উদ্ধার করে বাংকারে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ সেখানে আমার ছেলে ভালো আছে। এখন নিরাপদে সহিসালামতে যেন দেশে ফিরতে পারে, আল্লাহর কাছে দোয়া কামনা করছি।
এ জন্য সবার সহযোগিতা চাই। আমার ছেলেসহ সবাইকে দেশে ফিরিয়ে আনুন। জাহাজে মিসাইল হামলার পর জাহাজের সকল নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়ায় তিনি সরকার, উদ্ধারকারী লোকজন ও বিএসসির প্রতি কৃতজ্ঞতাও জানান। তিনি বলেন, জাহাজে রকেট হামলার আগে ছেলের সঙ্গে তার নিয়মিত কথা হতো। দুইদিন ধরে ভয়েস ম্যাসেজে কথা হচ্ছে। গতকাল শুক্রবার সকালেও ভয়েস ম্যাসেজ এসেছে।












