গত বছর করোনায় আক্রান্ত হয়ে অমিতাভ ও অভিষেক বচ্চন প্রায় একইসঙ্গে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেই সময়টাতে ‘জুনিয়র বচ্চন’ এর উপলব্ধি হয়েছিল একজন বন্ধু হিসেবেও দারুণ সঙ্গ দিতে পারেন তার বাবা। খবর বাংলানিউজের।
আজও পর্দায় যখন ‘বিগ বি’ হাজির হন, মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে বসে থাকে দর্শক। আশি ছুঁইছুঁই বয়সেও তার জনপ্রিয়তা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে বলিউডের তিন খান থেকে শুরু করে যে কাউকে। বিগত ৫০ বছরের বেশি সময় ধরে তার অভিনয়ে ও ব্যক্তিত্বে বুঁদ হয়ে রয়েছে হিন্দি সিনেমাপ্রেমী দর্শকেরা।
অমিতাভের ব্যক্তিগত জীবন নিয়েও সংবাদমাধ্যম বা অনুরাগীদের মধ্যে কৌতূহল ব্যাপক। রিয়েল লাইফে সঙ্গী হিসেবে কেমন ‘বিগ বি’? জানালেন তার ছেলে অভিষেক বচ্চন স্বয়ং। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানান, গত বছর করোনায় আক্রান্ত হয়ে তিনি ও তার বাবা প্রায় একইসঙ্গে ভর্তি হয়েছিলেন এক বেসরকারি হাসপাতালে। একসঙ্গে অনেকদিন সেখানে তাদের থাকতে হয়েছিল। সেই সময়টাতে তার উপলব্ধি হয়েছিল একজন ‘বন্ধু’ হিসেবেও দারুণ সঙ্গ দিতে পারেন তার বাবা। অভিষেকের কথায়, প্রায় আশি ছুঁইছুঁই বয়সী একটা মানুষের মনের জোর দেখে অবাক হতাম আমি।