ছিনতাই চক্রের মূলহোতা নয়নসহ তিনজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন মাইজপাড়া এলাকা থেকে ছিনতাই করা মোবাইলসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। ছিনতাইয়ের মূল হোতা মো. নয়নের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা আছে বলেও জানান তিনি।গ্রেপ্তারকৃতরা হলেন মো. নয়ন (২৮), অনিক দাশ রাহুল (২০) ও সাহেদ হোসেন সানি (৩০)

পুলিশ জানায়, বন্দর থানাধীন মাইজপাড়া এলাকা থেকে শহীদুল নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় নয়নের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এছাড়া অনিক দাশ রাহুলের কাছ থেকেও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মোকাম্মেল হক চৌধুরীর পুনঃনিয়োগ
পরবর্তী নিবন্ধবাসন্তী পূজা ও উৎসব শুরু