পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. নয়ন মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সদ্য বিলুপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল রোববার বিকালে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।
শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নকিব হোসাইন চৌধুরী, মো. হিসাম উদ্দিন, মিছবাহ উদ্দীন, সাইফুল ইসলাম সায়েম, মোহাম্মদ হাসান, হারুন অর রশিদ, জহির খান, আসাদুল হাবিব, জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব ওয়াহিদুর রহমান ওহিদ, সমাজ বিজ্ঞান অনুষদের সদস্য সচিব আবু শাহাদাত মো. আদিল, কলা অনুষদের আহ্বায়ক ছালামত উল্লাহ সালাম, আব্দুর রব হলের আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্য আতিকুর রহমান, মো. ইউসুফ, মো. সোয়াইব, মো. কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, মো. তমাল হোসেন, রাশেদ উল্লাহ, মো. শাহজান, আরিফুর রহমান, আব্দুল কাদের, তৌহিদ, রিদয় হোসেন ছাত্রদল নেতা মেহেদী হাসান, রাশেদুল ইসলাম, শাহাদাত হোসেন, ওমর ফারুখসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












