ছাত্রছাত্রীদের গেইমে নয়, পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত

| রবিবার , ১১ জুলাই, ২০২১ at ৪:৪৮ পূর্বাহ্ণ

কোভিড-১৯ এর সূচনালগ্ন থেকে অদ্যাবধি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি পাঠগ্রহণ করার সুযোগ হয় নি। সব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু হবার পরে পিতা-মাতা বাধ্য হয়ে সন্তানদের হাতে তুলে দেয় স্মার্ট ফোন। পিতা-মাতা সন্তানদের হাতে স্মার্ট ফোনগুলো তুলে দিয়েছে সন্তানদের উপকারের স্বার্থে। কিন্তু স্মার্ট ফোন এখন ছাত্র-ছাত্রীদের জন্য ভাইরাসস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনায় মনোযোগী না হয়ে সারাক্ষণ অনলাইনে পড়ে থাকছে। মনে হয় যেনো জীবনের সব চাওয়া-পাওয়া মোবাইলের মধ্যেই লুকায়িত। ছাত্র-ছাত্রীদের অনলাইন গেমে আসক্তির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অনলাইন গেম এক প্রকার নেশার মতো। ছাত্র ছাত্রীদের অনলাইন গেইম থেকে বেড়িয়ে আসতে হবে। নইলে ভবিষ্যতে নেমে আসবে অন্ধকার। তাই ছাত্র-ছাত্রীদের উচিত হবে পড়াশোনায় মনোযোগী হওয়া। এবং অনলাইম গেমকে পরিহার করা। শুধু অনলাইন গেইমই নয়; সর্বপ্রকার অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে পিতামাতাদের সচেতন হতে হবে সন্তানদের ব্যাপারে। সন্তান কতঘণ্টা পড়াশোনা করছে, এবং কতঘণ্টা অনলাইনে থাকছে এ ব্যাপারে সচেতন হতে হবে। একজন সচেতন পিতা-মাতা হিসেবে সন্তানদের প্রতি খেয়াল রাখা দায়িত্ব এবং কর্তব্য ও বটে।
মো.আল-আমিন
বাংলা বিভাগ, ঢাকা কলেজ , ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধকবি সাংবাদিক প্রাবন্ধিক অরুণ দাশগুপ্ত
পরবর্তী নিবন্ধশিক্ষায় কোভিড-১৯ এর প্রভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা