শিক্ষায় কোভিড-১৯ এর প্রভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা

বাবুল কান্তি দাশ | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ৪:৪৮ পূর্বাহ্ণ

শিক্ষায় আজ বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা। ঝরে পড়া, বাল্যবিবাহ, মাদকাসক্ত, বিবিধ অসামাজিক কাজ খুব বড় করে উঁকি মারছে শিক্ষার্থী সমাজে। অবসাদ, অস্থিরতা, মানসিক বিপর্যয় শিক্ষার্থী মহলে। প্রান্তিক জনগোষ্ঠী এহেন বিপর্যয়ের অন্যতম শিকার। আর্থিক অসঙ্গতি, অভিভাবকদের অসচেতনতা, বিবিধ কুসংস্কার শিক্ষার্থীদের আরো বেশি বিপথগামী করে তুলছে। বাড়ছে শিশুশ্রম। প্রযুক্তির অপব্যবহার, অন্তর্জালের পরিমিত এবং ধীরগতি, বিস্তার ও প্রসারে অপর্যাপ্ততা, কাঙ্খিত লক্ষ্য পূরণে কতিপয়ের চালাকি এক্ষেত্রে হুমকিস্বরূপ।
আসুন এহেন বিপর্যয় থেকে শিক্ষা সর্বোপরি জাতিকে রক্ষা করার মানসে সব ভেদ বিভেদের রাশ টেনে, চালাকিরহিত হয়ে প্রজন্ম রক্ষায় সত্যিকার দেশপ্রেমের দৃষ্টান্ত প্রদর্শনে, করা-বলা-চলায় সমন্বয় পূর্বক, সত্য ও সততায় দৃঢ়প্রতিজ্ঞ হয়ে শিক্ষা নিয়ে ভাবি। প্রজন্ম রক্ষা করি। খাদ্যের অভাবে যেমন দুর্ভিক্ষ হয়, তেমনি সুশিক্ষা ব্যাহত হলে যুক্তি ও মুক্তবুদ্ধি চর্চায় স্থবিরতা আসে। যার ফলস্বরূপ অর্জনের স্থায়িত্ব হুমকির মুখে পড়ে। মেধাশূন্যতায় জাতির বিপর্যয় নেমে আসে। তাই শিক্ষাকে রাখতে হবে সবার উপরে। মেধার সৃজনে নেতৃত্বের বিকাশে শিক্ষার গতিশীলতায় কোন মতে স্থবিরতা আসা কাম্য নয়। আসুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্থায়িত্ব দিতে প্রজন্মকে সুশিক্ষা প্রদানপূর্বক দেশপ্রেমিক নাগরিক তৈরীতে প্রয়াসী হই।

পূর্ববর্তী নিবন্ধছাত্রছাত্রীদের গেইমে নয়, পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত
পরবর্তী নিবন্ধপৃথিবী হোক করোনা ভাইরাসমুক্ত