ছদ্মবেশ

খোবাইব হামদান | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ১০:১৬ পূর্বাহ্ণ

চোরের হাতে তসবিহ এবং ডাকাত মাথায় পাগড়ি,
কাকের কণ্ঠে কোকিলা সুর হাঁসের পায়ে মাকড়ি!
সুফিরা সব ল্যাবে গেলো বিজ্ঞানীরা দরবেশে,
চাকর শ্রেণি শাসন করে শাসক ঘুরে চর বেশে।
উদ্ধত লোক সুশীল সেজে করে শুধু সুর বিনীত,
মুখোশ পড়া মানুষগুলো স্বরূপে ঠিক দুর্বিনীত!

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের পাল
পরবর্তী নিবন্ধবিজিএমইএর ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন