শেষ হলো কোপা আমেরিকা কাপ। দীর্ঘ ২৮ বছর পর কোপা কাপ জিতল আর্জেন্টিনা। অনেক দিনের অপেক্ষার পর জেতা এই ট্রফির সাথে বিশাল অংকের অর্থও জিতেছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন ট্রফির সাথে আর্জেন্টিনা লাভ করেছে ৬৫ লাখ ডলার। বাংলাদেশী টাকায় ৫৫ কোটি টাকা। রানার্স আপ দল ব্রাজিল জিতেছে ৩৫ লাখ ডলার। বাংলাদেশী টাকায় ৩০ কোটি টাকা। তৃতীয় স্থান পাওয়া কলম্বিয়া পেয়েছে ৩০ লাখ ইউরো। বাংলাদেশী টাকায় ২৫ কোটি টাকা। চতুর্থ স্থান লাভ করা পেরুর পকেটে ঢুকেছে ২১ কোটি টাকা। এছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া চার দল যথাক্রমে ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং চিলি পেয়েছে ১৩ কোটি টাকা করে। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে স্বাগতিক ব্রাজিল। এছাড়া যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি এবং নেইমার। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। ফাইনালের সেরা খেলোয়াড় ডি মারিয়া। আর টুর্নামেন্টের সেরা গোল রক্ষক আর্জেন্টিনার মার্টিনেজ।