চেয়ারম্যান পদে আওয়ামী লীগে আগ্রহী সাতজন

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

সারা দেশের ন্যায় কক্সবাজার জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ অক্টোবর। জেলা পরিষদ চেয়ারম্যানের এই পদে বসতে এবার আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে কেন্দ্রের কাছে জমা দিয়েছেন সাত প্রার্থী। এর মধ্যে রয়েছেন সাবেক এমপি, সদ্য সাবেক চেয়ারম্যান এবং দুই ভাই। কক্সবাজার জেলা থেকে দলীয় প্রার্থী হতে যারা মনোনয়নপত্র সংগ্রহের পর জমা দিয়েছেন তারা হলেন সদ্য সাবেক কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোস্তাক আহমদ চৌধুরী; সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এথিন রাখাইন; জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী; জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ; তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সভাপতি ও সদ্যসাবেক জেলা পরিষদ সদস্য কমরুদ্দীন আহমদ; জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম; জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল।
দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর কমরুদ্দীন আহমদ দৈনিক আজাদীকে বলেন, সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমি ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে রেখেছি। ২০১৬ সালে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমার ওয়ার্ডে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে যথাযথ ভূমিকা রেখেছি। এবার জেলা পরিষদ চেয়ারম্যান পদে দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারব। মনোনয়নপত্র জমা দেওয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বলেন, দীর্ঘসময় ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত রয়েছি। বিনিময়ে দল থেকে আমি কিছুই পাইনি। তাছাড়া আমি বিপুল ভোটে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। পুরো কক্সবাজার জেলার জনপ্রতিনিধিদের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। প্রতিনিয়ত তারাও আমার সাথে যোগাযোগ করেন। তাই আমাকে মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে আমি নির্বাচিত হবো বলে শতভাগ আস্থা রয়েছে। একই ধরনের মতামত ব্যক্ত করেছেন অন্যান্য প্রার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধসাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধএ কে খান সর্বক্ষেত্রে সফল ব্যক্তি : শিক্ষা উপমন্ত্রী