সেই চিঠি আর লাল গোলাপটা
এখনো রেখেছি ডায়েরির ভাঁজে,
সংগোপনে, কখনো আনমনে,
ডায়েরিটা খুলি আজো মাঝে মাঝে।
গোলাপের পাপড়িগুলো শুকিয়ে গেছে
চিঠিতেও পড়ে গেছে ভাঁজ,
হৃদয়ে সুরভি তার এতটুকু কমেনি
ছুঁতে গিয়ে উঁকি দেয় লাজ।
বহুদূরে তুমি আজ সুখেই আছো
কামনার হাতে হাত রাখি,
আঁধারে একা আমি তবু হারিনি
তুমি সুখী, তাই আমি সুখী।
স্মৃতিসব জেগে আছে মনের মাঝে
ফেলে আসা চেনাসুর বুকেতে বাজে।