চুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন

উপস্থিতির হার ৮১ শতাংশ

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে সকাল থেকে টানা বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্নস্থান থেকে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ভোগান্তি পড়েছিল।

স্থানীয় পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন জানান, দেশের বিভিন্নস্থান থেকে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় রাউজানবাসীর পক্ষে সেবাদান ক্যাম্প চালু রাখা হয়েছিল। এই ক্যাম্প থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও বিনামূল্যে বোতলজাত পানি দেয়া হয়েছে। চুয়েট প্রশাসনিক সূত্রে জানা যায়, প্রকৌশল গুচ্ছের ২০২২২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল১ এর চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে একযোগে স্বস্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, এখানে ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপে ছাত্রছাত্রীর উপস্থিতির হার ছিল ৮১ শতাংশ। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১০৬৫টি এবং রুয়েটের ১২৩৫টি সর্বমোট ৩২৩১টি আসনের বিপরীতে মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। এর মধ্যে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৭ হাজার ৬৪৪ জন এবং ‘খ’ বিভাগে ৬৮২ জন মোট ৮ হাজার ৩২৬ জন ছাত্রছাত্রী। গতকাল চুয়েট কেন্দ্রের ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের মোট ৭ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৭৫৯ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী। ‘ক’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৮১ (৮১.১৮) শতাংশ। অন্যদিকে ‘খ’ গ্রুপের মোট ৬৮২ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৮১ জন উপস্থিত ছিলেন। এখানে অনুপস্থিত ছিলেন ২০১ জন। ‘খ’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৭১ (৭০.৫৩) শতাংশ। সকালে চুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। সাথে ছিলেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও লোকাল ভর্তি কমিটির সভাপতি চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

পূর্ববর্তী নিবন্ধমানুষের মুখে হাসি ফোটাতে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বিনামূল্যে শতাধিক শিশুর খৎনা