চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের মুক্ত আলোচনা

| বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) উদ্যোগে এবং সারা দেশের প্রায় ৫০টির অধিক আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান, সোসাইটি, ক্লাব ও সমমনাদের সহযোগিতায় দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘দৃশ্যভাষা পড়তে শিখি’।

এরই অংশ হিসেবে নগরীর সিআরবি চত্বরে গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় র‌্যালি ও মুক্ত আলোচনার আয়োজন করে চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল। আলোছায়ার ভাষা বোঝার এই উৎসবে যোগ দেন চট্টগ্রামের অসংখ্য আলোকচিত্রী ও আলোকচিত্রপ্রেমী।

মুক্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন চিত্রচিন্তার সিনিয়র উপদেষ্টা মউদুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন কানাডা প্রবাসী আলোকচিত্রী মহিউদ্দিন আহমেদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রচিন্তার প্রতিষ্ঠাতা সম্পাদক আহমেদ রাসেল। বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আলোকচিত্রী মুহাম্মদ মনসুরুল আজম। উপস্থিত ছিলেন আলোকচিত্রী ডা. অনীক চন্দ, ফারুক বিন সাদেক, বিধান চন্দ্র, শহীদ কায়সার, মাহমুদ কাব্য, মাহমুদুল হাসান সুমন, নির্মল দাস বিজয়, ইমরান রহমান, রিটু রায় ও ইসমাইল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪ কোম্পানির পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালন
পরবর্তী নিবন্ধভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে