বৃষ্টি ভেজা আঁধার রাতে লিখছি তোমায় চিঠি
আলোর পাখি জোনাকিরা তাকায় মিটিমিটি
চিঠি পেয়ে ভালোবাসায় সিক্ত হবে তুমি
অঝোর ধারায় মনের মাঝে বাজবেরে ঝুমঝুমি।
আছো তুমি অনেক দূরে অচিনপুরের গাঁয়ে
নতুন করে ঘর সাজাতে হাঁটছো ডানে বাঁয়ে
জেনে শুনে তবু্ তোমায় লিখছি এমন সাঁঝে
ভালোবাসার অযুত স্মৃতি জাগছে আমার মাঝে।
রিম ঝিমা ঝিম বৃষ্টি ঝরে সবুজ আঙিনাতে
বেলকনিতে স্থির দাঁড়িয়ে আমি তোমার সাথে
সে–সব স্মৃতি নতুন করে হৃদয় পটে ভাসে
চিঠি লেখার শব্দগুলো কলকলিয়ে আসে।
কোথায় আছি কেমন আছি রাখলে নাতো খোঁজই
ফুল বাগানের ফুলের মেলায় দেখা পেতাম রোজই
ফুলগুলো আজ ঝরে পড়ে সূর্য যখন পাটে
অভিমানের বাক্যগুলো এখন কি আর খাটে?
মাঝে মাঝে পত্র দিও খবর নিও ফাঁকে
রঙিন দিনের অতীতগুলো আজও আমায় ডাকে
চাইলে তো আর যায় না ফেরা ফেলে আসা পথে
স্মৃতির পাহাড় বুকে নিয়ে আছি কোনো–মতে।