তোমাকে ছেড়ে

বিশ্বজিত বড়ুয়া | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

তোমাকে ছেড়ে কোথায়ও আমি যাইনি

কী ভেবে ছিলে আমি ফিরে তাকাইনি।

তোমার পাষাণ হৃদয় একটুও কাঁদেনি

আমার বোবা কান্না কোনো দিন শোননি।

যতই থাকুক কুয়াশার চাদরে ঢাকা

তুমি ছাড়া আমি জেনে রেখো একা।

আজ সাগরও রয়েছে অদ্ভুত এক শীতল

মনে হয় অবারিত শান্ত দিঘির জল।

তীরে এসে ভাঙে না বড় বড় ঢেউ

তুমি বিনে এ হৃদয়ে আর নেই তো কেউ।

পূর্ববর্তী নিবন্ধরাসবিহারী ঘোষ : আইনজীবী, সমাজকর্মী
পরবর্তী নিবন্ধচিঠি