টেকসই ব্লু ইকোনমি গড়ে তুলতে জ্ঞানভিত্তিক দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ ক্যাম্পাস কার্যালয়ে মাল্টি স্টেকহোল্ডার কো-ক্রিয়েশন সেশন শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে বিএসএমআরএমইউর উপাচার্য রিয়ার এডমিরাল (অব.) এম খালেদ ইকবালসহ মেরিটাইম এঙপার্ট, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ কর্মশালার অংশ হিসেবে উক্ত সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। চিটাগাং চেম্বারের পক্ষে পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন কর্মশালা ও সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।