চট্টগ্রাম ক্লাব লিমিটেডের সকার বিভাগ আয়োজিত চেয়ারম্যান টিম বনাম ভাইস চেয়ারম্যান টিমের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ গত ১৯ জানুয়ারী সন্ধ্যায় ক্লাব সকার মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় চেয়ারম্যান টিম ২-১ গোলে ভাইস চেয়ারম্যান টিমকে হারায়। ফুটবলে কিক মেরে ম্যাচের সূচনা করেন চিটাগাং ক্লাব লিঃ’র চেয়ারম্যান নাদের খান। এর আগে তিনি কেক কেটে সিসিএল ফুটবল বর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের ক্রিকেট লিজেন্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিএল সকার বিভাগের মেম্বার ইনচার্জ এস এম শফিউল আজম। অনুষ্ঠানে সিসিএল ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, ক্লাব নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে জাবেদ হাসেম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা, এডভোকেট সাবরিনা চৌধুরী, মো. আজিজুল হাকীম, সৈয়দ আরশাদুল হক সহ ক্রীড়ামোদি ক্লাব মেম্বাররা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।