স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কাপ ক্রিকেটে এস এস ও মিলিনিয়াম একাডেমি জয়ী

| শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কাপ অনূর্ধ্ব-১৫ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে এস এস ক্রিকেট একাডেমি এবং মিলিনিয়াম ক্রিকেট একাডেমি। বন্দর শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে এস এস ক্রিকেট একাডেমি ৭ উইকেটে ব্রাইট ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে মিলিনিয়াম ক্রিকেট একাডেমি ৬ উইকেটে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্রাইট ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান করতে সক্ষম হয় ব্রাইট ক্রিকেট একাডেমি। দলের পক্ষে নিশাদ সর্বোচ্চ ১১ রান করে। এস এস ক্রিকেট একাডেমির পক্ষে ৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন ইয়ামিন। ৩৯ রানের স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে এস এস ক্রিকেট একাডেমি ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে সাইফুল সর্বোচ্চ ৮ রান করে। ব্রাইট ক্রিকেট একাডেমির শোয়েব ৩ ওভার বল করে ২০ রানে ৩টি উইকেট লাভ করে। এস এস ক্রিকেট একাডেমির ইয়ামিন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ তানবীর হাসান ।
দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে ব্রার্দাস ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে আহনাফ করে সর্বোচ্চ ৩৫ রান। জবাবে ব্যাট করতে নামা মিলিনিয়াম ক্রিকেট একাডেমি ৪ উইকেট হারিয়ে ১১৫ রান করে জয় নিশ্চিত করে। দলের পক্ষে জাহাঙ্গীর সর্বোচ্চ ৪৩ রান করে। আর সে সুবাদে জাহাঙ্গীর ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. খন্দকার এ.কে.এম. কাদিরুল ইসলাম। আজ শুক্রবার একটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি মোকাবেলা করবে চিটাগাং ক্রিকেট একাডেমির।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের ক্রিকেট অনুশীলনের উদ্বোধন