চিটাগং ক্লাব লিঃ অয়োজিত ইন্ডিপেনডেন্স কাপ স্পোর্টস কার্নিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে ক্লাব হলে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্পোর্টস কার্নিভ্যালের পৃষ্ঠপোষক ইন্ডিপেনডেন্স অ্যাপারেলস লিঃ’র এমডি ও চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান এস এম আবু তৈয়ব। অনুষ্ঠানের চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লি. ও দি পূর্বকোণ লি.’র চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব লি.’র ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, স্নুকার এন্ড পুল বিভাগের মেম্বার ইনচার্জ নুরউদ্দিন জাবেদ প্রমুখ। ক্লাব নির্বাহী কমিটি মেম্বার ইমতিয়াজ হাবিব (রনি), মোসলেহউদ্দিন আহমেদ (অপু), এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), আবু আহমেদ হাসনাত, সৈয়দ আহসানুল হক (শামিম), মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল), আলী আহসান (সেলিম) এবং মঞ্জুরুল আলম (পারভেজ) সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ক্লাব সদস্য-সদস্যাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাব সদস্য মাহতাব উদ্দিন চৌধুরী (হুমায়ুন)। প্রেস বিজ্ঞপ্তি।