চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত ইন্ডিপেনডেন্টস কাপ টেবিল টেনিস টুর্নাামেন্টের একক ফাইনাল খেলা গত ২৩ মার্চ রাতে অনুষ্ঠিত হয়। খেলায় সাবেক মেম্বার ইনচার্জ ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান (সাজ্জাদ)কে ৩-১ সেটে পরাজিত করে সিসিএল টেবিল টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ জাবেদ হাসেম (নান্নু) চ্যাম্পিয়নশীপ অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।