সিজেকেএস-সাদার্ন ইউনিভার্সিটি প্রীতি ফুটবল ম্যাচ ড্র

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৭:৫৯ পূর্বাহ্ণ

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাদার্ন ইউনিভার্সিটির আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ গতকাল বুধবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সাদার্ন ইউনিভার্সিটি কর্মকর্তা একাদশ ও সিজেকেএস কাউন্সিলর একাদশের মধ্যকার ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় এ ম্যাচে সিজেকেএস কাউন্সিলর একাদশের অধিনায়ক আ জ ম নাছির উদ্দীন একাই দু’গোল করেন এবং আরেক গোলে অবদান রেখে ম্যাচ সেরার পুরষ্কার লাভ করেন। সিজেকেএস’র পক্ষে অন্য দুই গোল করেন কোষাধ্যক্ষ সাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর ও সিডিএফএ নির্বাহী সদস্য কাজী জসিম উদ্দিন। সাদার্ন ইউনিভার্সিটির পক্ষে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজম দুইটি, ইইই ল্যাব অ্যাসিস্ট্যান্ট জাহিদ ও আইটি বিভাগের ল্যাব অ্যাটেন্ড্যান্ট মো. শহিদ একটি করে গোল করেন। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। ম্যাচের জার্সি স্পন্সর করেন সিজেকেএস কাউন্সিলর, সাবেক কৃতি ফুটবলার মশিউল আলম স্বপন। ম্যাচের উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজেকেএস সিজেকেএস নির্বাহী সদস্য কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এবং সিজেকেএস কাউন্সিলর ও সাদার্ন ইউনিভার্সিটির ক্রীড়া বিভাগের ইনচার্জ সাইফুল্লাহ্‌ চৌধুরী।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ ম্যাচে সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ সাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য মো. শাহজাহান ও জি এম হাসান, সিডিএফএ সভাপতি ও সিজেকেএস কাউন্সিলর এস এম শহিদুল ইসলাম, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, এনামুল হক, কাজী জসিম উদ্দিন, এম এ মুসা বাবলু, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, নূরুন্নবী লিটন, ইকবাল মোরশেদ প্রমুখ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম উন্মুক্ত সাইক্লিং প্রতিযোগিতা কাল
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে ইন্ডিপেনডেন্টস কাপ টিটিতে নান্নু চ্যাম্পিয়ন