চিটাগং ক্লাবে গ্রীষ্মকালীন সাঁতার প্রশিক্ষণ শুরু

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবে গ্রীষ্মকালীন সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় ক্লাব সুইমিংপুলে বেলুন উড়িয়ে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চিটাগাং ক্লাব লিঃ’র ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু। বক্তব্য রাখেন সুইমিংপুল বিভাগের মেম্বার ইনচার্জ আজিজুল হাকীম। অনুষ্ঠানে ক্লাব জেনারেল কমিটির সদস্য জাবেদ হাশেম নান্নু, ইমতিয়াজ হাবীব রনি, মাহবুবুল কবির খান, আলী আহসান সেলিম, এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি, মঞ্জুরুল আলম পারভেজ সহ সাব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু বলেন, দুর্ঘটনায় জীবন ঝুঁকি থেকে রক্ষা ছাড়াও শরীর গঠনে সহায়ক হিসেবে আমাদের ছেলেমেয়েদের জন্য সাঁতার শিক্ষা অপিরিহার্য। দেশে দৈনিক ৪০ জনের অধিক শিশু সাঁতার না শেখার কারণে দুর্ঘটনায় মারা যায় বলে তিনি উল্লেখ করেন। এ কারণে চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খানও বিষয়টির উপর অত্যন্ত গুরত্ব দেন এবং ক্লাব জেনারেল কমিটির সদস্যরা এ বিষয়ে অত্যন্ত সচেতন বলে তিনি জানান।। তিনি ক্লাব সদস্যদের ছেলে-মেয়েদের এই প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা টাইগারদের