মীরসরাইয়ে ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

‘বঙ্গবন্ধু ম্যারাথন দৌড়’ নামে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা গতকাল শনিবার মীরসরাইয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে মীরসরাই উপজেলার বড়তাকিয়াস্থ অর্থনৈতিক জোনের প্রবেশদ্বারস্থ ফোর লেন এর সম্মুখএলাকা থেকে শুরু করে ৫ কিলোমিটার শেষে মঘাদিয়া ইউনিয়নস্থ এলাকায় গিয়ে সম্পন্ন হয়। ম্যারাথনের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। এসময় আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, চেয়ারম্যান নুরুল মোস্তফা, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ফজলুল কবির ফিরোজ প্রমুখ ।
৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করে উপজেলার হাজারো যুবক। এতে প্রথম স্থান অর্জন করে আবু নাছের। দ্বিতীয় স্থান অর্জন করে শাখাওয়াত। তৃতীয় স্থান পায় বিশ্বজিত কুমার। পুরো ম্যারাথন উপভোগ করতে অর্থনৈতিক জোনের পুরো সড়কের দুপাশে জনতার ভিড় লক্ষ করা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচিটাগং ক্লাবে গ্রীষ্মকালীন সাঁতার প্রশিক্ষণ শুরু