চালকের খামখেয়ালিতে পিকআপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে ৮ বছরের শিশু মোহাম্মদ সামিউলের। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইপিজেড থানাধীন স্টিল মিল বাজারের র্যাব-৭ গলিতে এ ঘটনা ঘটে। নিহত সামিউল নেত্রকোনা জেলার মদন থানাধীন কদমশ্রী এলাকার মোহাম্মদ সাদেকের ছেলে। সাদেক স্টিল মিল এলাকায় দিনমজুরের কাজ করেন। এ ঘটনায় পিকআপ চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ইপিজেড থানার এসআই সুজন বড়ুয়া জানান, স্টিল মিল বাজারের র্যাব-৭ গলিতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের বাম্পারে বসে খেলছিল সামিউলসহ তিন শিশু। এসময় চালক গাড়িতে ছিলেন না। চালক ফিরে এসে তিন শিশুকে বাম্পার থেকে নেমে যেতে বলেন। এসময় শিশু তিনজন নামতে দেরি করলে পিকআপটি চালু করে টান দেয়। এসময় দুই শিশু লাফ দিয়ে সরে যেতে পারলেও সামিউল গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা লাশ উদ্ধার করেছি। ঘটনায় জড়িত পিকআপ চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।