নগরীর চান্দগাঁওয়ে হাতির দাঁত পাচার করতে গিয়ে ধরা পড়েছে দুই পাচারকারী। গত বুধবার রাত ১১টার দিকে টেকবাজার রেলক্রসিং এলাকার ৪র্থ তলার একটি ভবন থেকে তাদের আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে তিন কেজি ওজনের হাতির দাঁত উদ্ধার করা হয়।
চক্রের আটককৃত সদস্যরা হলো রাঙ্গুনীয়ার দক্ষিণ পদুয়া এলাকার মো. মোস্তফার ছেলে মো. শহিদুল আলম। অন্যজন লক্ষ্মীপুরের রামগতি এলাকার মৃত তফছির আহম্মদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫)।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার আজাদীকে বলেন, আটককৃতরা বন্য প্রানীর অঙ্গপ্রত্যঙ্গ পাচার চক্রের সদস্য। আমরা তাদের কাছ থেকে প্রায় সাড়ে তিন কেজি ওজনের হাতির দাঁত জব্দ করেছি। এগুলোর আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ টাকা।