নগরীর চান্দগাঁও এলাকায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী রফিকুল ইসলামকে(৪৫)গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে চান্দগাঁও আবাসিক সংলগ্ন জমির কলোনির বাসা থেকে স্ত্রী মর্জিনা বেগমের(৪০) লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে নিহতের ভাই রাসেল বাদী হয়ে রফিকুলের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন বলে জানান চান্দগাঁও থানার ওসি মো. মোস্তফিজুর রহমান। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, মর্জিনা স্বামীর সঙ্গে ওই কলোনিতে থাকতেন। তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। বৃহস্পতিবার ভোররাতে নির্যাতন করে স্ত্রীকে হত্যা করে স্বামী রফিক। এরপর বাসা থেকে বের হয়ে যায়। সকালে ফিরে এসে সড়ক দুর্ঘটনায় মর্জিনা মারা গেছে বলে স্থানীয় লোকজনের কাছে প্রচার করে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জমির কলোনির সেই বাসা থেকে মর্জিনার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর কৌশলে ডেকে রফিককে আটক করে পুলিশ। রফিক পেশায় একজন সিএনজি ট্যাঙিচালক। মর্জিনা বাহার সিগন্যাল এলাকায় একটি জুতার কারখানায় চাকরি করতো। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে একটি গ্যারেজে দাড়োয়ানের চাকরি করে।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তার ভাই রাসেল বাদী হয়ে হত্যা মামলা করেছে। ওই মামলায় রফিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’