চাচাতো ভাইয়ের রডের আঘাতে কিশোরের মৃত্যু

ক্রিকেট খেলা নিয়ে বিরোধ

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রডের আঘাতে মো. বেলাল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার মধ্যম চরণদ্বীপ শরীফ পাড়ায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম। নিহত বেলাল শরীফ পাড়ার মুন্সি মিয়া সারেং বাড়ির প্রবাসী বজল আহমদের ছেলে।
নিহতের মামা নুরুল আবচার জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে বেলালের চাচাতো ভাই মো. ঈদু আলম (১৬) গত শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে বাড়ির পাশে বেলালের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এ ঘটনায় বেলালের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। ভর্তির এক ঘণ্টার মধ্যে বেলাল মারা যায়।
খবর পেয়ে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করেনি।

পূর্ববর্তী নিবন্ধলামায় দুই পক্ষের সংঘর্ষে ৭ নারীসহ আহত ১৬
পরবর্তী নিবন্ধসভাপতিসহ ১১ পদে বিএনপি-জামাত ও সম্পাদকসহ ৬ পদে সরকারপন্থীরা জয়ী