ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কর্মরত ৫৪৫ জন ট্রেইনি জুনিয়র অফিসার, ট্রেইনি সহকারী অফিসার, ট্রেইনি সহকারী ক্যাশ অফিসারকে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন গতকাল রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রেইনি সহকারী অফিসার ইমতিয়াজ মাহমুদ। উপস্থিত ছিলেন মো. জয়নাল আবেদীন, মো. গাজী আব বক্কার ফাহিম, মো. আবু তালেব, মো. হেলাল উদ্দিনসহ প্রায় শতাধিক চাকুরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে ১৫ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।