চাঁদ হয়ে থেকো ভালোবাসলে,
ঝড়–বৃষ্টিতে পুড়ে এ বয়সেও চাঁদ–পাগল
দৌড়–ছুট্, বছরজুড়ে বারো পূর্ণ শশীমুখ
আকাশ হলেম শুয়ে পড়ে আয়না সুনীল তল।
চন্দ্র যে বছর তেরোবার হাসবে প্রিয়ে হাসিতে
ব্লু–মুন শিরোভূষণে ললিত জগৎ সভাঘর
বাঁশিতে জোছনা দিগন্তে মেঘের কোলাকুলি
আজন্ম সাধ নায়ক হবো অক্ষরে অক্ষরে সুন্দর।
কৃত্রিম চাঁদ বানাবে চীন–বিজ্ঞাপনের ঢল।