চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মো. খোরশেদ আলম (৩৯) নামের এক প্রেস মালিকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। নিহত খোরশেদ আলম (৪৭) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ কড়ইতলী এলাকার জহিরুল হকের ছেলে। তিনি নগরীর আন্দরকিল্লা ঘাটফরহাদবেগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। আন্দরকিল্লা এলাকায় হাজী প্রিন্টার্স নামের তার একটি প্রেস রয়েছে।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, চমেক হাসপাতালের মূল ফটক এলাকার ল্যানসেট ডায়গনস্টিক সেন্টারের সামনে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মো. খোরশেদ আলম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়।
চট্টগ্রাম প্রেস মালিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম আহাসানুজ্জামান রনি দৈনিক আজাদীকে বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাজী প্রিন্টার্সের স্বত্বাধিকারী মো. খোরশেদ আলম। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে প্রেস মালিক সমিতির সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুন ও কার্যনির্বাহীর সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।