চসিক স্বাস্থ্য বিভাগের নার্সদের প্রশিক্ষণ কর্মশালা

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ ও আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের অংশীদারি চুক্তির আওতায় কর্মরত হেলথ ওর্য়াকার, স্টাফ নার্স, মিডওয়াইফ, মাঠকর্মী, ভ্যাকসিনেটর, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী, স্বাস্থ্যকর্মীদের ব্যাচ অনুযায়ী গতকাল রোববার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী এন্ড ম্যাট্‌স কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রকল্প প্রধান ডা. সেলিম আকতার চৌধুরী।

উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. জুয়েল মহাজন, ডা. মো. মুজিবুল আলম চেীধুরী, ডা. সরওয়ার আলম, আনসার আহমেদ ও মো. আরিফুর রহমান প্রমুখ। কর্মশালায় ১০০ জনের অধিক ষ্টাফ নার্স, মাঠকর্মী ও ভ্যাকসিনেটরগণ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া-পেকুয়ায় চিকিৎসা সহায়তা পেলেন ২১ রোগী
পরবর্তী নিবন্ধশামসুন নাহার খান নার্সিং কলেজে বিদায় ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম