সমস্ত অন্যায় মেনে নেয়া
সমস্ত নীতিহীনতায় দর্শক সেজে
আপসের সাথে মানিয়ে নেয়া!
চলছেই, আর কতো?
পতাকায় ক্ষত, মানচিত্রে পচন
ভেঙে যাচ্ছে তাসের ঘর;
খুঁটিবিহীন ঘরের তাসে আগুন
ঘরের অধিবাসীরা কই পালাবে?
দেখার খুব ইচ্ছে হয়।
আমাদের মুখের ফেনায়
দেশপ্রেম আজ বড়ই লজ্জিত
ভূমিকায় আমরা বড়ই অধম!
চাচা আপন প্রাণ বাঁচা
আর জান বাঁচানি ফরজ
এই থিওরির পাঠ চলছে;
তাই দ্বিধার প্রেমে রাষ্ট্র বন্দী !
চলুন শুধুই নিজের কথা ভাবি,
আর এর-তার সাথে তুলনা করে
পাল্লা দিতে থাকি ভোঁ দৌড়ে;
সময় খুবি কম বুঝেছেন মশাই?
চলুন, শুধুই নিজের কথা ভাবি।












