চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ভিত্তিক প্যাচ ওয়ার্ক কার্যক্রমের আওতায় পরিচ্ছন্নতা ও মশক নিধন এবং বেহাল সড়ক মেরামত অভিযান নাগরিক দুর্ভোগ লাঘবে যথেষ্ট সহায়ক হবে। চলমান প্যাচ ওয়ার্ক কার্যক্রমে পরিচ্ছন্ন ও প্রকৌশল বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনবল সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছেন। তাই এর সুফল নগরবাসীর জন্য সহজলভ্য হচ্ছে।
তিনি গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান প্যাচ ওয়ার্কে নিয়োজিত কর্মকর্তা ও জনবলের কার্যক্রম তদারকিতে হোয়াটস অ্যাপে সংযুক্ত হয়ে নগরবাসীর উদ্দেশ্যে একথা বলেন। তিনি আরো বলেন, চলমান প্যাচ ওয়ার্ক কার্যক্রমের প্রভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম আগের চেয়ে ভাল এবং মশক প্রজননের হার ও মাত্রা অনেকাংশে কমে গেছে। মশক নিধনের জন্য ছিটানো ওষুধের গুণমান ও কার্যকারিতা যাচাই ও বিশেষায়িত মতামত গ্রহণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কীট-পতঙ্গ তত্ত্ববিদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।
শুক্রবার আন্দরকিল্লা, সিরাজদ্দৌল্লা রোড, আগ্রাবাদ, বাকলিয়া এলাকায় প্যাচ ওয়ার্ক ও পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু সিদ্দিকী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, প্রকৌশলী তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।