চলমান প্যাচ ওয়ার্কের সুফল পাচ্ছেন নগরবাসী : মেয়র

| শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ভিত্তিক প্যাচ ওয়ার্ক কার্যক্রমের আওতায় পরিচ্ছন্নতা ও মশক নিধন এবং বেহাল সড়ক মেরামত অভিযান নাগরিক দুর্ভোগ লাঘবে যথেষ্ট সহায়ক হবে। চলমান প্যাচ ওয়ার্ক কার্যক্রমে পরিচ্ছন্ন ও প্রকৌশল বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনবল সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছেন। তাই এর সুফল নগরবাসীর জন্য সহজলভ্য হচ্ছে।
তিনি গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান প্যাচ ওয়ার্কে নিয়োজিত কর্মকর্তা ও জনবলের কার্যক্রম তদারকিতে হোয়াটস অ্যাপে সংযুক্ত হয়ে নগরবাসীর উদ্দেশ্যে একথা বলেন। তিনি আরো বলেন, চলমান প্যাচ ওয়ার্ক কার্যক্রমের প্রভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম আগের চেয়ে ভাল এবং মশক প্রজননের হার ও মাত্রা অনেকাংশে কমে গেছে। মশক নিধনের জন্য ছিটানো ওষুধের গুণমান ও কার্যকারিতা যাচাই ও বিশেষায়িত মতামত গ্রহণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কীট-পতঙ্গ তত্ত্ববিদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।
শুক্রবার আন্দরকিল্লা, সিরাজদ্দৌল্লা রোড, আগ্রাবাদ, বাকলিয়া এলাকায় প্যাচ ওয়ার্ক ও পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু সিদ্দিকী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, প্রকৌশলী তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন