বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

| শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

সুয়াবিল ইউনিয়ন আওয়ামী : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন-দর্শনের ওপর আলোচনা ১৭ মার্চ সুয়াবিল ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাহামদ হোসেন তালুকদার। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুমন সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন। প্রধান আলোচক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর জুনু। বক্তব্য রাখেন প্রদীপ দাশ, ইঞ্জিনিয়ার কালাম, জসিম উদ্দিন, দিদারুল আলম, দুর্লভ চৌধুরী প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড যুবলীগ ছাত্রলীগ : নাসিরাবাদ ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে চট্টগাম শিক্ষা বোর্ড ভবনের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইফতেখার হাসান বেনজীর, মাসুদ খান, আরমান হোসেন বাবুল, সোহেল রানা, নুর মোহাম্মদ লিটন, এম মনসুর আলম, গোলাম মোস্তফা, মো. জালাল, মো. মাসুদ, মোক্তার হোসেন, দেবরাজ দাশ গুপ্ত দেবু, মো. সোহেল, মো. সজীব ও শাওন।
সৃজন সাংস্কৃতিক পরিষদ : সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সংগঠনের নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা লায়ন এ কে জাহেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী। সাধারণ সম্পাদক রক্তিম দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আন্না ভট্টাচার্য্য, দীপঙ্কর দাশগুপ্ত ও ডা. উজ্জল চক্রবর্ত্তী। সম্মানিত অতিথি ছিলেন ৩২ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি তপতী সরকার। উপস্থিত ছিলেন নন্দিতা চৌধুরী, ওয়াসিফ রেজা জাওয়াদ, অভি তালুকদার ও সুষ্মিতা চৌধুরী।
ন্যাপ : নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করে ন্যাপ। যুগ্ম আহ্বায়ক লায়ন বাপন দাশগুপ্তের সভাপতিত্বে সভায় সঞ্চালনায় ছিলেন ফয়েজ উল্লাহ মজুমদার। এতে বক্তব্য দেন ন্যাপ নেতা গাজী আলমগীর কবির, নাজিম উদ্দিন, সুভাষ আইচ, আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, তিলক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী ও নয়ন ধর।
খাজা আজমেরী উচ্চ বিদ্যালয় : আজব খাতুন দোভাষ এডুকেশন ডেভেলপমেন্ট ট্রাস্ট পরিচালিত খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়, খাজা আজমেরী কিন্ডারগার্টেন ও খাজা আজমেরী গ্রামার স্কুলের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ২৮ নং পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর ও ট্রাস্টের সেক্রেটারি নজরুল ইসলাম বাহাদুর। খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুর নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মনিরুজ্জামান, গ্রামার স্কুলের অধ্যক্ষ মাহমুদা সুলতানা ও শিক্ষকবৃন্দ। মিলাদ পরিচালনা করেন সহকারী শিক্ষক কাজী আবু বকর মোহাম্মদ মুহিববুল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধচলমান প্যাচ ওয়ার্কের সুফল পাচ্ছেন নগরবাসী : মেয়র
পরবর্তী নিবন্ধপরিবেশ ও নারী অধিকার রক্ষার আন্দোলন