চলন্ত বাস থেকে হেলপারকে ফেলে দিল যাত্রী

ভাড়া নিয়ে কথা কাটাকাটি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাটে বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে মো. বেলাল হোসেন (২৫) নামে এক হেলপারকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয় এক যাত্রী। এতে পায়ে গুরুতর আঘাত পান হেলপার। গত শনিবার সন্ধ্যায় বহদ্দারহাটের পেপসি মোড়ে ২ নং বাসে এ ঘটনা ঘটে। আহত বেলাল চান্দগাঁও রাস্তার মাথা কালুরঘাট কোলা পাড়ার ফুরকান মোল্লার ছেলে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি বহদ্দারহাট পেপসি মোড়ের পূর্ব পাশ দিয়ে যাওয়ার সময় বাসের যাত্রীর সাথে কথা কাটাকাটি হলে যাত্রী চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান হেলপার। পরে তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২৬ নং ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ইয়াবাসহ মাদক কারবারি আটক
পরবর্তী নিবন্ধশাটলের দাবিতে চবির প্রধান ফটকে তালা