চমেক হাসপাতালে ভর্তি দুই করোনা রোগী

ভাইরাসের ভ্যারিয়েন্ট জানতে নমুনা যাচ্ছে ঢাকায়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুই রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত রোববার তারা জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। এরপর থেকে দুই রোগীকে করোনা ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানতে চাইলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, আমাদের প্বার্শবর্তী দেশ ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এরপর থেকেই আমরা সতর্ক রয়েছি। তবে এখন আমাদের হাসপতালে বর্তমানে যে দুইজন রোগী ভর্তি আছে, তারা করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে, তা বলতে পারছি না। সেটি জানার জন্য ঢাকায় তাদের নমুনা পাঠাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধঅংশ নেওয়ার ঘোষণা দিয়েও সরে দাঁড়াল সমমনা
পরবর্তী নিবন্ধকেনা হচ্ছে ৬০টি মিটারগেজ ইঞ্জিন