চমেক হাসপাতাল থেকে ভুয়া সেনা সদস্য আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। তার নাম রাসেল মো. ইফাত (২১)। সে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ মহাদেবপুর মৌলভিপাড়ার মো. ইসমাইলের ছেলে। গতকাল সন্ধ্যায় চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরল আলম আশেক দৈনিক আজাদীকে বলেন, গোপন সংবাদে খবর পেয়ে জরুরি বিভাগের সামনে অভিযান চালাই। এসময় রাসেলের গায়ে বাংলাদেশ সেনাবাহিনীর টি-শার্ট ছিল। জিজ্ঞাসাবাদে সে ডিজিএফআইয়ের মনিটরিং অফিসার হিসেবে পরিচয় দেয়। পরে তার দেহে তল্লাশিকালে প্যান্টের পকেট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসন কবে
পরবর্তী নিবন্ধদাবি আদায়ের নামে এটা নৈরাজ্য