চমেক ছাত্রাবাসে আরো এক ছাত্রকে মারধরের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৪:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রাবাসে এবার আরো এক সাধারণ ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে চট্টেশ্বরী সড়কের প্রধান ছাত্রাবাসে ইশতিয়াকুর রহমান নামের ওই ছাত্রকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে কলেজ কর্তৃপক্ষ মারধরের শিকার ওই ছাত্রকে উদ্ধার করে। জাবেদুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মারধরের এ অভিযোগ উঠেছে। জাবেদুল ইসলাম আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, জাবেদ ও ইশতিয়াকুর রহমান দুজনই এমবিবিএস ৬৩ ব্যাচের শিক্ষার্থী। ব্যাচের বেশ কিছু শিক্ষার্থী রমজানে কলেজের ক্লাস বর্জন করতে বলার পরও ইশতিয়াকুর ক্লাস করতে যায়। এ ঘটনায় ইশতিয়াকুরকে বুধবার বিকেলে ছাত্রাবাসে মারধর করা হয় বলে অভিযোগ। এ ঘটনার বিচার চেয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন ইশতিয়াক।

এ বিষয়ে চমেক উপাধ্যক্ষ প্রফেসর মো. হাফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই ছাত্র মারামারি করেছেন। শিক্ষকেরা গিয়ে একজনকে নিয়ে এসেছেন। এটি বড় কোনো ঘটনা নয়। মারধর করায় জাবেদুলকে ছাত্রাবাস থেকে বের করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (আজ) এ বিষয়ে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানাম তিনি।

পূর্ববর্তী নিবন্ধক্রমান্বয়ে বাড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য
পরবর্তী নিবন্ধনির্বাচন থেকে পালালে একসময় বিএনপি দলটাই পালিয়ে যাবে : তথ্যমন্ত্রী