চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও সাবেক রেজিস্ট্রার ড. কামরুল হুদা (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। গত শুক্রবার রাত ১০টা ৩৬ মিনিটে ঢাকার কল্যাণপুরে বাংলাদেশ স্পাইনাল এন্ড অর্থোপেডিক্স হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত ২৭ জানুয়ারি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ড. কামরুল।
গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদে প্রথম ও বাদ জোহর চবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ড. কামরুলের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকালে গ্রামের বাড়ি হাটহাজারীর কাটিরহাটে তৃতীয় নামাজে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চবি উপাচার্য ড. শিরীণ আখতার, দ্য চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও চবি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শোক জানিয়েছেন।