সবজির ঝুড়িতে লুকিয়ে নিয়ে যাওয়ার সময় প্রায় ১৫ কেজি হরিণের গোস্ত উদ্ধার করেছে চবি প্রক্টরিয়াল বডি। এসময় সন্দেহভাজনরা ঝুড়ি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জারুলতলা থেকে গোস্তগুলো উদ্ধার করা হয়েছে। পরে বিকাল পাঁচটার দিকে বনজপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ষোলশহর রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে গোস্তগুলো মাটিতে পুঁতে ফেলে। ঘটনার প্রতক্ষ্যদর্শী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রমযান হোসেন জানান, দুজন লোক কলার ঝুপড়ির ওদিক থেকে শশা নিয়ে আসছিলেন। আমি জিজ্ঞেস করলাম শশা কত টাকা করে বিক্রি করবেন? তারপর সে বলল শসা বিক্রি করা যাবে না। এরপর সে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করার চেষ্টা করল। তার আচরণ দেখে সন্দেহ হওয়াতে আমি তাকে আটকায়। আটকানোর পর দেখা যায় শসার বারের মধ্যে হরিণের গোস্ত। এসময় সুযোগ বুঝে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজাদীকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ১৫ কেজির মত হরিণের গোস্ত আমরা উদ্ধার করি। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এসে সেগুলো মাটিতে পুঁতে ফেলে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে সঙ্গে কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হবে।