প্রাকৃতিক সৌন্দর্যের রাণী হিসেবে পরিচিত আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অসংখ্য সবুজ পাহাড়ে ভরপুর ২১০০ একরের এই বিদ্যাপীঠটি ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় স্থাপিত হয়। বর্তমানে এ বিদ্যাপীঠটিতে প্রায় ৩০ হাজারের মত শিক্ষার্থী
অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন গ্র্যাজুয়েশন শেষে কালো গাউন গায়ে জড়িয়ে সমাবর্তনে অংশ নেয়ার। দুঃখজনক হলেও সত্যি যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বয়স আজ সাতান্নে পা রাখলেও মাত্র ৪ বার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে গ্র্যাজুয়েটদের মনে বিষাদের অন্ত নেই। চবি প্রতিষ্ঠার ২৮ বছর পর ১৯৯৪ সালে সর্বপ্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সর্বশেষ সমাবর্তনটি অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৩১ জানুয়ারি। ২০১৩ সালের পর যে
সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন, তাদের কেউ পাননি কাঙ্ক্ষিত সমাবর্তন। এ নিয়ে যেন আক্ষেপের শেষ নেই শিক্ষার্থীদের। দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে প্রায় ২ বছরে একবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গড়ে প্রায় ৬ বছরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
প্রায় ১০ বছরে একবার সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গড়ে ১৪ বছরে একবার সমাবর্তন হচ্ছে, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য খুবই হতাশাজনক। এই হতাশার প্রহরের সমাপ্তি ঘটিয়ে শিক্ষার্থীদের মনের অভিলাষকে মধুময় করার দাবি রইল কর্তৃপক্ষের
নিকট। স্বপ্নদর্শীদের প্রাপ্তি তাদেরকে দেয়া হোক। কাঙ্ক্ষিত সমাবর্তনের আলোকিত অধ্যায়ে ছেয়ে যাক নতুন একটি শুভমুহূর্ত। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাসময়ে সমাবর্তন আয়োজনে পদক্ষেপ গ্রহণ করবেন।
শর্ত খীসা
শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।