চবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

চবি প্রতিনিধি | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা দিতে আসা দুই শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে এ ঘটনা ঘটে। পরে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেয় তারা। এ নিয়ে প্রক্টর বরাবর অভিযোগপত্র দিয়েছে ভুক্তভোগী দুই শিক্ষার্থী। ভুক্তভোগীরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আরাফাত হোসেন ও রাউজান উপজেলার আখতার হোসেন।
জানা যায়, দুই পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে র‌্যাগ দিচ্ছিল ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় এক শিক্ষার্থী কিছুটা প্রতিবাদ স্বরূপ কথা বললে তাদের মারধর শুরু করে সাত-আটজন ছাত্রলীগ নেতা-কর্মী। মারধরকারীদের মধ্যে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের জুয়েল, একই সেশনের সংস্কৃত বিভাগের অনিক দাশ, লোকপ্রশাসন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের সুমন, বাংলা বিভাগের সবুজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রনি, ইবনুল ও জাবেদ ছিল। এরা সবাই ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিঙটি নাইন গ্রুপের কর্মী। সিক্সটি নাইনের নেতৃত্ব দিচ্ছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।
প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া বলেন, এ নিয়ে একটি অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরাসুলের (দ.) আদর্শ অনুসরণে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি
পরবর্তী নিবন্ধএম এ ওহাবের মতো নেতা বর্তমানে রাজনীতিতে বিরল