চবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ডে-কেয়ার সেন্টারের ভিত্তি স্থাপন

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহু প্রতীক্ষিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ ডে-কেয়ার সেন্টারের ভিত্তিস্থাপন করেছেন। গতকাল সোমবার চবি ক্যাম্পাসে উপাচার্য প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় চবি বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হল সমূহের প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ ও ডে-কেয়ার সেন্টার বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং ছাত্রলীগ চবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য উপস্থিত সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বর্তমান যুগে শিক্ষা প্রতিষ্ঠানসহ যেকোন বড় প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার অত্যন্ত অপরিহার্য। যেখানে শিশু সন্তানদের দিনের বেলা নিরাপদ রেখে বিশেষ করে মায়েরা তাঁদের কর্মক্ষেত্রে অধিকতর মনযোগ ও দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হন। তিনি আরও বলেন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নে চবি প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডে-কেয়ার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যুক্ত হয়েছে নতুন পালক; পরিপালিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর উন্নয়নের দিক নির্দেশনা। এ বছর থেকে প্রতিটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার স্থাপনের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে দিক নির্দেশনা প্রদান করেছেন। উপাচার্য এ ডে-কেয়ার সেন্টার বিশ্ববিদ্যালয় পরিবারের বহুদিনের প্রত্যাশা উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের এ স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। তিনি কাজের গুণগত মান নিশ্চিত করে সম্ভাব্য স্বল্পতম সময়ে এর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য নির্মাণ প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ-জাতির উন্নয়ন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন মানবিক সংগঠনকে খুলশী মার্টের চেক হস্তান্তর
পরবর্তী নিবন্ধনারী স্বাবলম্বী হলে সমাজ থেকে দূর হবে অবিচার