চবিতে গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা সোমবার

চবি প্রতিনিধি | শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগের গবেষকদের বিভিন্ন গবেষণাকর্ম সবার সামনে উপস্থাপন ও গবেষণার সংস্কৃতি জনপ্রিয় করার লক্ষ্যে আগামী সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় চবির জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক ও গবেষণা মেলার সমন্বয়ক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, ভূগোল বিভাগের শিক্ষক ও গবেষণা মেলার সদস্য সচিব অধ্যাপক ড. অলক পাল, চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) মডারেটর ও গবেষণা মেলার পরিচালক অধ্যাপক ড. আদনান মান্নান, মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. সুমন গাঙ্গুলী এবং সিইউআরএইচএস এর সভাপতি মাহমুদ শরীফ। গবেষণা মেলার সদস্য সচিব অধ্যাপক ড. অলক পাল বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং চট্টগ্রামের সব প্রতিষ্ঠানের গবেষণার বৈচিত্র্য সবার সামনে উপস্থাপনের লক্ষ্যে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির যৌথ উদ্যোগে ‘চট্টগ্রাম রিসার্চ ফেস্টিভ্যাল’ শীর্ষক এ মেলা আয়োজিত হতে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বারে কাস্টম পলিসি এবং শুল্ক কর বিষয়ক মতবিনিময়
পরবর্তী নিবন্ধযুক্তি সত্যকে এগিয়ে নিয়ে যায় : ড. অনুপম সেন