চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে ‘টার্ণিটিন আইথেনটিকেট ’ ওয়েব এপ্লিকেশনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। সভাপতিত্ব করেন চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক। উপাচার্য বলেন, এ ওয়েব এপ্লিকেশন উদ্বোধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।এটি শিক্ষক–গবেষকদের দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ হবার পাশাপাশি প্রযুক্তির ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল। উপাচার্য বলেন, এ সফটওয়্যার সংযোজনের ফলে শিক্ষক–গবেষকবৃন্দ তাঁদের গবেষণা কর্মের স্বকীয়তা যেমন যাচাই করতে পারবেন তেমনি তাঁদের লেখায় অন্য কারও গবেষণা প্রবন্ধের সাথে সাদৃশ্য খুব দ্রুত সময়ের মধ্যে নির্ণয় করতে পারবেন। উপাচার্য শিক্ষক–গবেষকদেরকে এ ওয়েব এপ্লিকেশন যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের গবেষণা কর্ম অধিকতর সমৃদ্ধ করার আহবান জানান। পরে তিনি ওয়েব এপ্লিকেশন উদ্বোধন করেন। সূচনা বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ইকবাল আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।