চবি পদার্থবিদ্যা প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী

| শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা প্রাক্তন ছাত্র সমিতির ২০ বছর পূর্তি উপলক্ষে ৯ম পুনর্মিলনী২০২৩ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর বহদ্দারহাটের চান্দগাঁওস্থ স্বাধীনতা কমপ্লেক্সে আয়োজিত উক্ত মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর বেণু কুমার দে এবং পদার্থবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থবিদ্যা প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর ড. শংকর লাল সাহা।

এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান হারুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. নুরুল আলম। দিনব্যাপী উক্ত পুনর্মিলনী উৎসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকশ নবীনপ্রবীণ পদার্থবিদ ও তাদের পরিবারের সদস্যদের জমজমাট মিলনমেলা বসে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসির শিক্ষার্থীদের মিলনমেলা
পরবর্তী নিবন্ধমাদরাসা শিক্ষার্থীদের আইটি শিক্ষায় সুশিক্ষিত হতে হবে