চন্দ্রঘোনায় আল-হেরা বালিকা মাদরাসার আলোচনা সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:১৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের ইউনুছিয়া মাদ্রাসার পূর্ব পাশে কাপ্তাই সড়ক সংলগ্ন নতুন একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ‘আল হেরা বালিকা মাদ্রাসা’ নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুকনুল ইসলাম খন্ডলিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ সুলতান আহমদ। প্রধান অতিথি ছিলেন কোদালা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল কাদের।

প্রধান বক্তা ছিলেন চন্দ্রঘোনাকদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিস আজগর। মাওলানা মুফতি গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনুচিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা মো. ইউসুফ, মাওলানা জমির উদ্দিন, আব্দুল হাকিম তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ ইলিয়াস তালুকদার, বর্তমান অর্থ সম্পাদক জগলুল হুদা, মাওলানা জানে আলম, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা ওমর ফারুক, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুল কবির কাশেমী, মাওলানা নাজমুল হক চৌধুরী, মাওলানা নেজাম উদ্দিন, মো. সেকান্দর, মাওলানা রহমতুল্লাহ, মো. ইসমাঈল, শামসুল আলম, মাওলানা নাছির উদ্দীন প্রমুখ। মাদ্রাসা সংশ্লিষ্টরা জানান, দ্বীনি ও সরকারি মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সমন্বয়ে সিলেবাসে আল হেরা বালিকা মাদ্রাসাটিতে পাঠদান করা হচ্ছে। যেখানে শিশু শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন খারিজ
পরবর্তী নিবন্ধটেলিকমিউনিকেশন সেক্টর অনেক বেশি অ্যাডভান্সড : ভিসি