চন্দনাইশে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে এ জরিমানা আদায় করা হয়। জানা যায়, গত শনিবার রাতে উপজেলার বৈলতলী ইউনুস মার্কেট ও বরমা ইউনিয়নের ধামাইরহাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যবসায়ী খলিলুর রহমানকে ৭ হাজার, বিকাশ বিশ্বাসকে ৭ হাজার, কামাল উদ্দিনকে ৩ হাজার, নাজিম উদ্দিনকে ২ হাজার, মোস্তাফিজুর রহমানকে ১ হাজার, আবদুল কাদেরকে ২ হাজার মো. মিজানুর রহমানকে ৫ হাজার, অজিত পালকে ২ হাজার, অপু সেনকে ১ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারায় উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও রেইট চার্ট না টাঙানো এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি রোধকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।