চন্দনাইশে ৮টি ব্যাটারি ও তালাকাটার যন্ত্র উদ্ধার

পিকআপ জব্দ, গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৮ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ৮টি চোরাই ব্যাটারি, ১টি তালাকাটার যন্ত্র উদ্ধার করেছে।
এসময় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। এসময় চোরাই মাল বহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
পুলিশ জানায়, দোহাজারী তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসায়।
এসময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর এক পর্যায়ে চট্টগ্রামমুখী একটি পিকআপ (নং-ঢাকা মেট্টো ন-১৭-২২১২) থেকে ৮টি চোরাইকৃত ব্যাটারি, ১টি তালা কাটার লোহার তৈরি যন্ত্র উদ্ধার করে।
এসময় কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট থানার সোনা ছাগা এলাকার মৃত আবদুল ওহাবের পুত্র মো. লিটন (৩৫), একই জেলার চান্দিনা থানার কাদড়ি বাজার এলাকার আবদুল মান্নানের পুত্র মো. হানিফ (৩১) ও নোয়াখালী জেলার মাইজদী থানার রতনপুর এলাকার হাছি মিয়ার পুত্র মো. আলমগীর হোসেন(৩০)কে গ্রেপ্তার করা হয়। এসময় চোরাই মাল পরিবহনের দায়ে পিকআপটিও জব্দ করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, গ্রেপ্তারকৃত ৩ জনকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধচৌমুহনীর খান বাড়ি থেকে ২৭০টি পাসপোর্ট জব্দ, আটক ২
পরবর্তী নিবন্ধকেকের প্যাকেটে সাড়ে ১২ হাজার ইয়াবা